Login

Breadcrumbs

জগন্নাথ হল দুর্ঘটনার বত্রিশ বছর : ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

oct-15th

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের তৎকালীন অ্যাসেম্বলি হাউজের ছাদ ধ্বসে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিসব পালিত হয়। এ উপলক্ষ্যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী পান্না লাল দত্ত, সহ-সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত, কার্যনির্বাহী পরিষদ সদস্য শ্রী স্বপন কুমার সাহা প্রমুখ সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জগন্নাথ হল ‘স্মৃতি অক্টোবর’ স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর তারা জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনের টিভি কক্ষে এক আলোচনা সভায় যোগদান করেন। স্মরণসভায় নির্ধারিত বক্তা হিসেবে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী পান্না লাল দত্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

oct-15th-2017