Login

Breadcrumbs

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০১৭ পালিত

aug-15th

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সসদ্যবর্গ ও নিকট আত্মীয়-স্বজনদেরকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের লেলিয়ে দেয়া নরপিশাচ-ঘাতকরা বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে। ইতিহাসের ভয়াল কালো সেই দিন বর্বরোচিত হত্যাকাণ্ডের ৪২তম বছরে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে। সভাপতি শ্রী পান্না লাল দত্ত, উপদেষ্টা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র নাথ অধিকারীসহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ১৫ আগস্ট ২০১৭ বেলা ১০টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

aug-15th-2018